ধারাপাতের ক্রমগুলো ক্রমশ্য
বাড়তে থাকে
এক,দুই,তিন এভাবে অহর্নিশ।
আমরা জানি না
শূন্যতার তীব্র যন্ত্রনা
বিষ পিপঁড়ার অস্থিরতা
কেন বাঁধার দেওয়াল টপকে
উঠে অাসে হতাশার নাভিমূলে।
বাউলের হাতের একতারা
কেন পাল্টে যায়
কেন মানুষ যাযাবর হয়ে
আজও ঘোরে পথে পথে।
কোন প্রতিউত্তর নেই
শুধু চারিদিকে শুনি অহরহ
চিৎকার অার প্রতিধ্বনি।