মৃত্যু যেখানে সেখানে
সোনালী পাখির পালক
মরেছে পাখি মরেনি
তার সোনালী পালক।
কিছু সময় বদলে গেছে
বদলে গেছে দিন- কিছুদিন
শুধু বদলেনি আজও
সেই সোনালী পাখির পালক।
শ্বশ্মাণঘাটের ক্ষুধার্ত শিয়ালটি
আজও ফেরারী ;
ফিরতে পারে না বনে।
বনের পাখিরা একসাথে
কাঁধে তুলে দিয়েছে
একটি খুনের অপবাদ।
মরেছে পাখি মরেনি
তার সোনালী পালক।