মনে পড়ে
সেই মধ্য দূপুর
তুমি অাসবে
এমনি ভাবতাম প্রতিদিন।
জাল বুনা রোদে স্বপ্নগুলি
তোমার গোলাপী ঠোঁট নিয়ে
বুনতো প্রজাপতি।
মাঠ ফুলে যে ভ্রমরটা
গুনগুন করতো
সে তোমার জানালার শীকে বসে
অাজ গাঁয়ে মাখে রোদ্দুর।
বৈভবের বৃত্তে তোমার
ঢুকতে পারিনি কোনদিন।
শুধু জাল বুনা রোদে স্বপ্নগুলি
তোমার গোলাপী ঠোঁট নিয়ে
বুনতো প্রজাপতি।
লেখার তারিখঃ07/10/2014,রংপুর ।