বুকের অালপথ ঘুরে ঘুরে
স্বপ্ন ফেরি করি
গ্রাম থেকে গ্রামে প্রতিদিন।
বেগুনি,নীল, অাকাশী, সবুজ
হলুদ অার লাল স্বপ্নেরা
হেঁসে ওঠে দেবদারু বনে
হেঁসে ওঠে পায়রার পালকে।
জানালার বাইরের রোদ
হাতের মুঠোয় ভরে
ছুঁড়ে ফেলি ঘরের দেওয়ালে
অানন্দে গাঢ় হয়ে ওঠে চোখ।
যৌবন বিলি করি
বেঁচে থাকি রাতদিন
সময় যেন চিরুনীর ফাঁকে ফাঁকে
অাঁটকে থাকে চুলের মতো
হেঁসে ওঠে পায়রার পালকে।
লেখার তারিখঃ 29/08/2014,রংপুর।