অনামিকা, আমি তোকে চাই
তুই কি পাহাড়ে কুড়তে গেছিস ফুল
কেন গেলি?
আমি সাদা শিউলী ফুলে তোর জন্য মালা গেঁথেছি
তুই আসবি বলে
ছুটি দিয়েছি বুনো শালিকটাকে।
অনামিকা, আমি তোকে চাই
তুই আসবি বলে
কবুতরের পালকে লিখেছি প্রেম সংলাপ
বাজরিগারের ঠোঁটে এঁকেছি প্রেম চিহ্ন
জোনাকির আলোয় তোর জন্য বাঁশবনে সাজিয়েছি ঘর
শুধু বল, তুই আসবি কবে?
তুই তো জানিস
অনামিকা,তুই আমার কাছে এক মহা বিশ্ব
তুই ছাড়া জীবনে আর কিছু নেই
তুই আসবি বলে
তোর জন্য ছেড়েছি শহরের নোতুন বাড়ি
তোর জন্য ছেড়েছি গ্রামের বসতবাড়ি
অনামিকা, আমি তোকে চাই
শুধু বল,তুই আসবি কবে।