সিদূঁরে মেঘ হবে
বৃষ্টি হবে
কষ্ট হবে
শ্রবণ করি এমন শব্দগুলো
বাকপটু লাল পিঁপড়া
অবেলা কঙ্কাল জ্বর,ভবিতব্য।
.
ধানক্ষেতে হেঁটে যাই
যতদূর
ঠিক ততদূর প্রান্তরে
বল্কলে ঘুমায় বৃশ্চিক।
.
রাত্রি হবে
ভোর হবে
সূর্য উঠবে
কিছুতেই পারি না
সবকিছু ভুলে যাই
মন সবকিছু ভুলে যায়।
.
শুধু কিছু ট্যাবলেট
পারবে কি?
দূর করে দিতে এই জ্বর
অবেলা কঙ্কাল জ্বর, ভবিতব্য।