রাক্ষস আসবে
বৃষ্টির টানাটানিতে ভেসে ওঠে গামছা রোদ
মাঠ বড়ই নির্জন ।
ভাদ্র মাসেই তো এসেছিল নিতু
ভাদুরের রোদে সেকি মাখামাখি
আমি সেই রোদ্দুরে নিতুকেই চেয়েছিলাম।
নিতু কপালে টিপ পরতো
এখনকার মেয়েরা ওভাবে টিপ পরে না
নিতু আমারই মত রোদ ভালবাসে
রাক্ষস আছে
এ গল্পটাও নিতু খুব বিশ্বাস করে।