অকারণে পথ চলা
অকারণে হয়তো থেমে যাওয়া
সবকিছু এমনই
একদিন একজনকে কথা দিয়ে
সে কথা রাখতে পারিনি ।
.
অনেক বছর পর
তার সাথে অাবার দেখা
অামি তাকে চিনতে পারিনি
সেই চিনেছিলো
কারন অামিই নীল  কবিতা ।