লেট তো করিনি
পেরোতে চেষ্টা করি মাঠ
ওই দূরে যেতে চাই
যেখানে তুমি বসেছিলে, সেখানেই।
.
এই যাহ
সন্ধা হয়ে এল
এখনও পেরোতে পারিনি মাঠ।
সাংবাদিক বললো, টেলিফোনে
যেখানে তুমি বসেছিলে, সেখানে নেই।