মাঝে মাঝে খোলামাঠ
ভাল লাগে
মুক্ত বাতাস খুব ভাল লাগে ।
.
একদিন বিকেলে
ধান ক্ষেতের জানালায় উঁকি দিয়ে
তোমাকে বলেছিলাম
তুমি অামারই
তুমি হেঁসে উঠেছিলে।
.
তখন ক্ষূর্নাক্ষরেও বুঝতে পারিনি
তুমি নেই
বুঝেছি অনেক পরে।