রাত্রিকে বললাম; চলে এসো
রাত্রি এলো না
সে চাঁদের প্রেমে বিভোর।
.
তাঁরাদের বললাম;
পথ ছেড়ে দাও
এক তরফা প্রেম হয় না।
.
তাঁরারা বলল;
রাত্রিকে ভালবাসি
রাত অাছে বলেই তো
মানুষ অামাদের চিনতে পারে।