মন ঘুমিয়ে পড়েছে
স্বপ্ন ঘুমাতে পারে না
স্বপ্নের সমুদ্রে চর জেগেছে
সেখানে দু,টি মানুষ বসবাস করে।
.
এ কেমন পরিহাস!
একজনের মনে প্রেম
অন্য জনের চোখে নীল কবিতা।