প্রতিদিন সূর্য ওঠে
প্রতিদিন স্বপ্ন হেঁসে ওঠে
সূর্য স্বপ্নের বন্ধু হয়ে যায়।
.
পূর্ণিমাও হেঁসে ওঠে
চাঁদের প্রস্তাবে
প্রেম করে দু,জনেই সারারাত্রি।
.
পাথরও প্রেমে পরে
ঠিক রঙধনু বিকেলে।
.
তবে অামি কেন পারছি না?
হয়তো অামিই নীল কবিতা
অামার মরীচিকা মনে
বিরহের বাঁশি বাজে দিন-রাত্রি।