যদি পারো
কাছে এসে কিছু বলো
দূর থেকে নয়
কাছে এসে বলো ভালবাসি।
.
যদি দূরেই থাকো
তবে কি করে জানবো?
তুমি অামাকে ভালবাসো।
.
ভালবাসা অতটা সহজ নয়
দূর থেকে
চাইলেই কি ভালবাসা হয়?
কাছে এসে বলো ভালবাসি।