অাচ্ছা,কবর কেমন?
সেখানে কি প্রদ্বীপ জ্বলে
পৃথিবীর মত
জ্বলে কি বৈদ্যুতিক বাতি!
.
কিছুই জানি না
জানলে তোমার কবরে
একটি বৈদ্যুতিক বাতি লাগিয়ে দিতাম
তার দেওয়াল জুড়ে থাকতো
নীল কবিতা।