নীলা অামার বন্ধু
একদিন বিকেলে
খুব বৃষ্টি নামছিলো
অামি অার নীলা বসে গল্প করছিলাম।
এমন সময় তুমি এলে
তোমার শরীর বৃষ্টিতে ভেজা।
.
ভেজা চুলগুলো তোমার এমনভাবে
নুয়ে পড়ছিলো
অামি তোমার মুখ দেখতে পারিনি
বুঝতে পারিনি তোমাকে সেদিন।
.
অাজ বুঝলাম
তুমি নীলা খুব হিংসা করো।