কাইও কাকা করে
কাইওর মত জীবনও কাকা করে।
ফেলানীর মা কইছিলো,
যতই চাপেচুপে আসো,কাজ হবেন না
ফেলানীর বাপরেই ভালবাসি।
ফেলানীর মা আরও কইছিলো,আলগা পুরুষ মানসির মনে
সোয়ামীর চাইয়ে কি বেশি পেম থাকে?
তবুও চেরাগ আলী ফেলানীর মারেই চায়।
.
সারাদিন রোদি পুরে স্বপন দেহে চেরাগ আলী।
হায়রে মাইয়ে মানুস
মাইয়ে মানসিরে কি চিনা যায়?
.
এইতো গত বছরের কথা
ফেলানী হওয়ারকালে,ফেলানীর বাপ কনেছিলো
চেরাগেইতো সব করছিলো।
মাসুদ বিড়িতে সুখটান দেয় চেরাগ আলী
ধুয়োর কুন্ডলীর মদ্দি ভাসে ওঠে
ফেলানীর মার মুখ।
মাসুদ বিড়িজোরে,আরো জোরে টানে
তানাহলি মরে যাতো চেরাগ আলী।
.
হায়রে মাইয়ে মানুস
মাইয়ে মানসিরে কি চিনা যায়?
আজও মাইয়ে মানসিরে চিনতে পারেনি
একজন চেরাগ আলী।