আঁকি বুঁকি স্বপ্নের দরজা খুলে
রাস্তায় নেমে পড়ি
চৌরাস্তার মোড় অব্দি হেঁটে যাই।
.
কুঁড়ি বছর আগের কথা,যখন এই রাস্তা
তৈরি  হয়েছিলো
আমি প্রায় এখানে আসতাম,রাস্তার পাশেই ছিলো
ঝড়ে ভেঙ্গে পরা একটি খেঁজুরগাছ।
আজ আর সেই গাছটি নেই
আমি এখানে প্রায় সময় বসে থাকতাম।
...
তোমার সঙ্গেআমার দেখা হতো এখানেই।
তোমার মনে পড়ে কি?
আতাফলের ঘ্রাণ শুকে শুকে
তুমি আমাকে বলতে, খাবে?
.
ভীষণ ভাল লাগতো তোমাকে
কত গল্প হতো!
তুমি বলতে আর আমি শুনতাম।
জীবন থেকে বিশটি বছর তো চলে গেছে
তুমিও নেই
আতাফলের ঘ্রাণও নেই
তবে একটি জিনিস রয়ে গেছে আজও
স্বপ্ন;
আর স্বপ্নের একটি খোলা দরজা।
.
তাই এখনও মন খারাপ হয়
আঁকি বুঁকি স্বপ্নের দরজা খুলে আজও
রাস্তায় নেমে পড়ি
চৌরাস্তার মোড় অব্দি হেঁটে যাই।