প্রেমিক পুরুষ হাতধরে টানে
জানালার সার্সিতে ভেসে ওঠে
দুপূরের রোদ্দুর
তোমার হাত,হাতে মেহেদীর রঙ
পায়ের আলতাও ভাল লাগে
ভাল লাগে কালো চুলের সমুদ্দুর।
নিরব কেন?
কিছু বলো,মিথ্যে করে হলেও বলো ভালবাসি।
অথবা একটি বিকেল পেরিয়ে
রাত্রির কুয়াশা ভেঙে কাছে এসে বলো
চলো পালাই নিরুদ্দেশ।