তোমার দোষ নেই
নিয়তির ইট-পাথর ছড়ানো পথ
এতটা দীর্ঘ হবে ভাবিনি।
.
গোলাপ প্রেমিক ছিলাম
কোনদিন চাইনি
বৃন্ত থেকে পৃথক হোক গোলাপ।
.

আমার পরিচিতি
প্রভাতফেরি মেনে নিতে পারেনি
রাত্রির অন্ধকারে
পাথর ছুড়েঁ ভেঙ্গেছে পাজঁর।
.

যতদূর হেঁটেছি
তুমি পাশে ছিলে
কোনদিন চাইনি
বৃন্ত থেকে পৃথক হোক গোলাপ
তবু তুমি নেই।