ইচ্ছে করে নদীর মত কলতান করি
ইচ্ছে করে খুনসুটি করি অবেলায়
ইচ্ছে এখনও অাছে
ইচ্ছের খোলা দরজায় শুধু তুমি নেই।
.
ক্ষতচিহ্ন মেলেনি
ধানের গতর জুড়ে খেলা করে কিছু উৎসব
কিছু কুঁড়ি গোলাপ হয় প্রতিদিন।
.
তোমাকে ভালবাসি
আনমনে মুছে যাই সারাদিন
অকেজো ঘন্টার লোহাদন্ড।
তুমি জেনে নাও
তোমার বাগানের সাদা ঘোড়া
ঠিক বুঝেছে আমায়।
.
যেখানে যেভাবেই থাকো
চলে আসো আরও কাছে
বৃত্তের ব্যাসার্ধ ভেঙ্গে
চলে যাই অনেক দূরে।