জ্ঞানী হতে চেয়েছিলাম
জ্ঞানের প্রথম সিঁড়িতে উঠে দেখি
সেখানে শুধুমাত্র বিড়ম্বনা
অপরিহার্য কষ্টের নীল চাঁদর আবৃত পথ
সেটা টপকানোর সম্ভাবনা আমার নেই
কোনোদিনই ছিল না
আমি বোকা মানুষ
বোকারা কি কোনদিন জ্ঞানী হতে পারে?
তারপর
ভাবলাম ভালমানুষ হতে হবে
ভালমানুষদের দিনপঞ্জি নিয়ে পড়াশুনা করলাম
ভালমানুষদের জীবন অনেক কঠিন
সেটা কোনভাবেই সম্ভব না
আমি কঠিন জীবনের কাছে দারুণভাবে পরাজিত।
বোকারা কোনটাই হতে পারে না
না জ্ঞানী
না ভালমানুষ
বোকা দের স্বর্গে শালিক ওড়ে
হুতুমপেঁচা মনখারাপের গল্প বলে
বোকারা বোকাই থাকে
এটাই বোকাদের দিনপঞ্জিকা।