কাছে এসে
ফিরে যেতে পারিনি
আমি ভুলে গেছি ফিরবার পথ।
কবে থেকে শুনেছি
নাচের তালিম নিয়ে ঘরে ফিরেছে হরিণ।
রেষ্ট হাউজের দেওয়ালে
যেদিন এঁকেছিলাম জলপ্রপাত
সেদিন ভেবেছিলাম
আমি উন্মাদ নই,শৈল্পিক কবি।
অথচ তুমি বললে,বানর
কামার নাকি ভুলে গেছে বানাতে লোহার শিকল
আর আমি ভুলো গেছি ফিরবার পথ।