আকাশটাকে ল্যাং মেরে
যে কিনতে পারে মৃত্যুর কাফন
আমি তাকে চাই
তাকে লুকিয়ে রাখতে চাই
যেখানে ভোরের পাখি ডাকে,রোদ্দুর গান করে
আর নদী কলতান করে।
.
বনের গভীরে
যেখানে বাঘের ডেরা,হায়েনার থাবা
সবকিছু ভুলে যে আমার কাছে ছুটে আসে
আমি তাকে চাই।
অথবা অমাবস্যার রাতে
ভূত-প্রেত উপেক্ষা করে যে আমাকে খোঁজে
নষ্ট বিলের হাঁটুজলে
আমি তাকে চাই।
.
জোনাকির সাথে কথা হয়ে গেছে
আমার বুকের ভিতরে তাকে লুকিয়ে রাখতে চাই।