পঞ্চাত্বপ্রাপ্তি জনিকা ধরিত্রীর গর্বে
মহা বিগ্রহে তেজিয়া নির্ভীক নিতান্ত
পাবক পানে শাবক সুধা দিয়ে গর্ভে
কষ্ট সহিষ্ণু মাখিয়া অবয়বে শ্রান্ত।
সপ্তর্ষীমন্ডল বক্ষে চাপা দিয়ে ধৈর্য্যে
নিরলস কঠোরতা আপনি যে সয়ে
আমোদপ্রমোদরত ব্যাধিগ্রস্ত সহ্যে
ঈশ্বরসেবক চেয়ে সহস্র যে হয়ে।
সমতুল্যতা রাখেনা দেব দেবী নবী
সমকক্ষের ঈশ্বর অবধি যে নত
শশধর আভা প্রভা দিবাকর রবি
শ্রেষ্ঠ জননী মাতার হবেনা সে মত।
অতলস্পর্শ বাঁধন ছোঁয়া দায় দায়
ধ্বংসযজ্ঞের ধরায় যথাযথ মা'য়।