আমি প্রকৃতি,
হয়তো বর্ষায় স্নিগ্ধ ঘাসফুল।
ঝিকমিকে রোদ আসে হীরের মতো,
স্বচ্ছ,নির্ভূল;
পরিব্রাজকের মতো অন্তহীন,
কখনো ফুরায়না।
অরণ্য সজ্জিত হয়
তবু রজনীগন্ধারা আলগোছে কথা কয়।
কেন যেন মনে হয় সমাপ্তি নেই এদের,
চিরন্তন সত্য,অনুভূতির ধারক
অটল,অবিচল সৌম্যের পালক।
অথচ আমরা নিত্য পাল্টাই,পরিবর্তিত হই
কখনো অভিমানে একা একা কথা কই।
প্রকৃতি সেটা শুনতে পায়,
আত্মার গভীরে শব্দের মৃদ্যুধ্বনি।