আমাদের শক্তির অভিমুখে
আটকে থাকা অসুখের সান্নিধ্য পেয়ে
অগোছালো সীমানার প্রান্ত বেয়ে;
আলতো উঁকি দেয় সিক্ত চেহারা।
দরখাস্ত নেই প্রভূর কাছে।
রেখাকে অনুমান করে চলে যাব বহুদূর
গগনবিদারী হবে এতীমের সুর।
লৌহখন্ড জ্বালিয়ে থাকবে
দরবেশ
এক বিস্তৃত ময়দান জুড়ে।
মানচিত্র তখন ভেঙেচুরে;
পড়ে থাকবে একপাশে।
আকাশ নাকি আরো নিচুতে নেমে আসে
জননীর আশীর্বাদ হয়ে,
প্রেয়সী,অপেক্ষারত মাটির কথা
শিরাতে লয়ে;
কখনো অস্বীকৃত হবো
বিদায়ের কাছে।
তবু চলে যাব অর্ধস্ফুট
এই সংগ্রামের পথ ধরে।