নগরীর রোদ্দুর মাখা পথে
ফাগুনের হাওয়া অল্পতে;
ঘিরে ফেলে রক্তনালীর সীমানা।
শঙ্কাশূন্য মৃত্যুর পরিসর
বন্ধ দুয়ার এখনো হয়নি কবর;
শুধু স্তিমিত হয়েছে জনতার আন্দোলন।
নীরব হয়ে গেছে অনশনের মাঠ
আর হবেনা কখনো লোপাট
সন্ত্রাসবাদের আস্তানা আর উগ্রবাদের
ঠিকানায়।
ভয় ছড়িয়ে গেছে ক্যান্সারের মতো।
কিসের ভয়?মৃত্যু ভয়?
জানি সত্যিকারের বিদ্রোহীরা
সর্বদা নির্ভয়।
তাই ঝড়ো আন্দোলন হবে এবার
দুর্নীতি আর স্বৈরাচারের বিরুদ্ধে।
ধ্বংস করব সব অহংকার
আর মানুষ নামধারী সব রাক্ষসদের।