আপাদমস্তক শিকলে জড়ানো,
বদ্ধ এই পৃথিবী,
নিঃশ্বাস ফেলবার জন্য উন্মুক্ত ময়দান
তবুও বনানীর তীব্র অভিমান।
জানালা বেয়ে প্রত্যহ আসে
ভোরের আলো
অনাহারে গরীবেরা থাকেনা ভালো।
তার মাঝে জালিমের বড়ই জ্বালা
রূহের ভিতরে আছে যাদের তালা।
কখনোবা চলে যায় মৃত্যুর ডাকে
পরিচিত করে যায় দানবটাকে;
যারা মানুষের ধুঁকে ধুঁকে মৃত্যু
দেখে উল্লাস করে।