আর নয় মুখ বুজে সহ্য করা
আর নয় চিৎকার করে মৃতকান্না
এবার সত্যের তলোয়ার হাতে গর্দান উড়াতে হবে
ঐ পাষন্ডদের।
আর নয় আহাজারি,আত্নহত্যা
এবার রক্তের ভিতর স্পন্দন জাগাতে হবে।
যারা মানুষ হয়েও মানুষের রক্ত খায়
যারা টেনে নিচ্ছে পৃথিবীকে গভীর অন্ধকারে।
আর নয় চোখের সামনে দেখা হত্যা , ধর্ষণ
এবার সম্মিলিত আহবানে তলোয়ার তুলে নাও হাতে
ধ্বংস করতে হবে সকল পাপাত্নাদের।
আর চাইনা ওদের বুকে লিখে দিতে
মনুষ্যত্বের জয়গান
এবার বুভুক্ষু গর্ভে তাদের হৃৎপিন্ড
পুঁতে দিতে চাই।