আষাঢ়ের মাঠ প্লাবিত;
একে একে পেরোয় বামাচারী।
ভেসে যাওয়া ঘরবাড়ী থেকে আর্তচিৎকার,
কে ভূলে থাকে কার কথা।
ভেসে যেতে যেতে আর্চি ফুরায়।
পৌঁছায়নি কোনোকালে;আর পৌঁছাবেওনা।।
সে আসে,আর প্রলয়ে থমকে দেয় সব।
বন্যা,সে কী বোঝে?
সবার উপর দিয়েই যায়
ভাতটা মুখে তুলে দিচ্ছিল দুঃখিনী মায়;
সেটাও কেড়ে নিল।
ওরা রক্ত,পুঁজ গলিয়ে ভেসে বেড়ায়
কালসমুদ্রে,
অথচ ওদের অশুভ রাতে,
নিরস্তের মতো
একে একে কেটে পড়ি আপনার জান লয়ে।
অতিবৃষ্টির কারণে সিলেটের বিভিন্ন অঞ্চল বন্যায় প্লাবিত।গ্রামের এক বন্ধু আমায় অনেকগুলো বন্যার ছবি পাঠিয়েছেন।সেখান থেকেই এ বিদ্রোহ!!