ফটোজিয়ামের সামনেই তৈলচিত্রে
ক্যানভাস করে
তুলা হয়েছে মানুষের আঁচড়।
কালো,রক্তিম রঙে মিছিলের ঝাঁঝ
বাড়িয়ে দিয়েছে সন্ধ্যারাতে
বিদ্রোহী গান লেখা আছে হৃদয়ের সাথে।
প্রাচীন পথে যেন নবোদ্যমে
ক্লান্তি বেড়ে গিয়ে আবার কমে।
একটি বাচ্চা ছেলে হাত উপরে তুলে
গাইছে মিছিল আর সব বাধা ভূলে।
সে কভূ চিনেনি ,মায়ের শিয়র কাঁটাতার দিয়ে বেড়া
শত আত্নার স্বাধীন শপথ শিকলে রয়েছে ঘেরা।
সেও যখন হাঁটে পথে পথে
একটা ঘ্রাণ পায় উষ্ণ প্রহেলিকার।
শত শত সূর্য আকাশ থেকে নেমে
গরম করে তুলেছে মাটির রাস্তা
সে ফুল নিয়ে যেতে চায় শহীদমিনারে
হৃদয়ে জ্বলছে প্রতিশোধের আগুন।
উদ্দাম গায়ে হাত উপরে তুলে
ধ্বংস করে দেয় শত্রুর শরীর
বলে উঠে 'জয় বাংলা',তুমি মুক্তির গান অবিরত।