স্বাধীনতা আমার রক্তে কেনা লাল সবুজের দেশ
স্বাধীনতা আমার নতুন ভোরের স্নিগ্ধ আলোর রেশ।
স্বাধীনতা বুকের গভীর থেকে উচ্চারিত এক মুক্ত শব্দ
স্বাধীনতা রক্তমাখা পতাকার এক নতুন অব্দ।
লাখো শহিদের রক্তের বিনিময় এই স্বাধীনতা
মহাযুদ্ধের  সাহসী এক বিরল গাথা।

(স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের প্রতি জানাই অজস্র শ্রদ্ধা এবং তাদের রূহের মাগফেরাত কামনা করি।)

'''নির্ভীক'''
অরণ্যের পাখিগুলো খুবই চঞ্চল
ক্ষুরধার ঠোঁট নিয়ে সমগ্র অঞ্চল;ঘুরে বেড়ায়
তীক্ষ্ণ সুর আর ছায়ার সন্ধানে।
কখনোবা অতিরিক্ত ভীড়ে
তার মাঝে ঘাতকের বিষাক্ত তীরে।
তার ফাঁক গলে আমন্ত্রিত মানুষের বাসায়
নেতা নেত্রীরা শাসায়।
তার কিছু নেই;এই অবুঝের বুক চিরে একটাই আশা
সত্যের ভালোবাসা।
তাকে নিয়ে যাবে কাংখিত মনযিলে।
আস্তাবলের রক্তে লিখে এসেছে আহবান
আর সুদুরপ্রসারী নির্ভীক জীবনের কথা।