সন্ধ্যা নামার আগেই
তেপান্তর থেকে ধেয়ে আসা সাইক্লোন
ধসিয়ে দিয়েছে মৃত্যুর সীমারেখা।
রক্তবিহীন জীবন্ত প্রাণগুলো উল্লাস করে
লাশ হয়ে ফিরবে দাপটের রাজপথ থেকে।
আর দরকার নেই মুমূর্ষু জীবনের
জিত হয়ে গেল দেখো শমনের।
রক্তজলের সরোবর থেকে উঠে আসে
জীবন্ত আত্না
আমরা হতে পারিনি একটি সত্ত্বা;
শুধু গুমড়ে মরেছি আপনার হিংসায়।
প্রলয়ের সীমারেখা ওরা করতে চায় বিস্তৃত
তাইতো আজ মানবিকতা নিষ্ঠুর,পরাজিত।
সবখানে ছড়িয়ে আছে অন্যায় আর হাহাকারের তীব্রধ্বনি।