হয়তো বৃক্ষের পাতায়
ছিটকে পড়া রক্ত মুছে যেতে পারে
রাস্তায় পড়ে থাকা লাশের চিহ্ন মুছে যেতে পারে।
কিন্তু মানুষের হৃৎপিণ্ডে যে তীব্র
রক্তক্ষরণ
যে রক্তের দাগ লেগে আছে
তা এখনো শুকায় নাই।
বরং প্রতিটি অবসরে সিক্ত হয়
চোখের পানিতে।
বাঙ্গালীত্বের পরিচয় নিয়ে আমরা বাঁচি
বাঙ্গালী স্মৃতিতে সৌন্দর্যের মায়া গেঁথে রাখে।
তারা একত্ববোধে বিশ্বাস করে
আর এই একত্ববোধের জায়গা থেকে বলছি
হে অত্যাচারী, জালিমেরা 'রক্তের দাগ এখনো শুকায় নাই'।