যাতায়াত নেই নাড়িটান ধরে
যেখানে আমার কবর-সমাধি
স্থানিক গর্বে উদ্বেল
যোগাযোগ নেই রক্তের টান নেই বলে
মেটো মাখা লাল পরিমেল।
বিজলী চমকায় দূর আকাশে
আলো সরে যায় অন্ধকার বৃষ্টিতে;
প্রভাতের নেই কোনো ক্রন্দন
টুটে গেছে তাই আজ রক্তের বন্ধন।
শুধু বেঁচে আছে বুক চিরে দীর্ঘ নিঃশ্বাস
তাইতো আজি ফুরিয়ে গেছে জীবনের যত বিশ্বাস।
থেমে গিয়েছে যুদ্ধ মাঝপথে
যেখানে ছায়াময় অশরীরিরা জোট বেঁধে আছে
কালসাপ হয়ে।