সবেমাত্র নেমেছে পাহাড়ী ধূঁয়া।
একটি পাখি উড়ে যাচ্ছিল আমাদের জানালা ছুঁয়ে।
পড়শির দরজায় তালা দেয়া।
ওরা মারা গেছে
নতুবা কোথাও হারিয়ে গেছে।
আমি এখন শিস দেই
ওদের মতো,
ঐ যে, আগ্নেয়গিরি থেকে উঠে আসা
অনাবিল-প্রার্থনা।
রোদ-জল আগলে রাখি বুকে,
যেন আমাদের এখানেই ঝরে অবিরত।
দুপুর হলেই আমি বেরিয়ে পড়ি
বিচিত্র জগতের নিয়ম ধরে।
কৌশিক ভেঙে পড়ে,
আর আমি চেয়ে দেখি
দিগন্ত ভরে গেছে
লক্ষ লক্ষ উল্লাসে।