মৌনতা বিরাজ করে মেঘহীন সবুজ আধারে
বিপদের ঘণ্টা বাজে দেখ গণহারে।
সন্ধ্যার ক্ষীপ্ত রূহ এখনো জেগে আছে
টুকরো টুকরো আলোর কণা
প্রেতাত্মা হয়ে নাচে।
চৈত্রের রোদমাখা ঝলসানো রূপ
অজানা ধ্বনিতে রয়ে গেছে সুপ।
চিনে ফেলে ভ্রান্ত মানুষদের
বৃত্তান্ত শুনেনা কভূ।
শুধু জানে এরা নরপিশাচের দল
পেতে হবে সব পাপের ফল;
তাইতো ঘূর্ণির মতো ঘিরেছে আজ
একটি অন্ধকার সন্ধ্যা।