প্রিয় সময়েরা দিয়েছে আড়ি
ঘূর্ণাক্ষরে দিয়েছে পাড়ি
অসীম,অজানায়।
সম্মুখে দেখি বিপদের হাতছানি
তবু এগিয়ে যেতেই হবে তা জানি।
থামবেনা কখনো রাতের আঁধারে
মশাল-মিছিল
উর্ধ্বাকাশে তারারা জ্বলবে অনবরত।
বুভুক্ষু দানবেরা ধ্বসে পড়বে জানি
যদি বিদ্রোহী হয়ে
ওদের মগজে আবারও আঘাত হানি।
নিঃশেষ করি ঐ মানবমুখোশে
নরপশু আছে যতো
পবিত্র হবে এই বাংলা
বীর শহিদের মতো।