অন্ধকার রাতে ঐ একফালি চাঁদ
কারো বুকে খুশি,কারো আর্তনাদ।
স্বজন হারানোর ব্যথায় কেউ নিস্তব্ধ
ভেসে আসে কিছু আদিম শব্দ।
ক্ষুধার্ত মানুষ মরছে ধুঁকে ধুঁকে
তবুও ছুটছি স্বপ্নের অভিমুখে।
দিচ্ছি দীর্ঘপথ পাড়ি
সহযোদ্ধারা দিয়েছে আড়ি;
একাকী হেঁটে চলেছি বিস্তীর্ণ তাঁবু ফেলে।
ভোরের আলো অপেক্ষার প্রহর গুণে
চলেছি সময়ের কথা শুনে;
পরাজয় নিংড়িয়ে আবারও জেগে উঠব
নতুন জীবনে।