অদৃশ্য জগতের হাতছানি
মৃত্যুর পরোয়া নেই জাতে
ঐক্যের বাঁধা লিখা নয় রক্তের সাথে।
বিপদসংকুল এই পথ
তবু চলছে দেখ বিজয়ের রথ।
অন্তহীন আকাশের বুকে জীবনের সাক্ষী।
ছায়া ফেলে যায় হিংস্র জানোয়ারেরা
লোপাট করব তার বিন্দু মগজ,আস্তিন
আর ঐ ভয়ংকর রূপধারী কালোছায়া।
শপথের সাথে বদলে গেছে রূপ
বেরিয়ে এসো জনসম্মুখে শয়তান যত সুপ।