রোদের তীব্র দহন
পৃথিবী ক্লান্ত যখন
দীর্ঘশ্বাস বুক চিরে আসে
অপেক্ষমান বৃষ্টিরা
দূর থেকে দূরে ভাসে।
মৃত্যুর গন্ধ ছড়িয়ে পড়েছে চারিদিকে।
শুধু অভিজাত মানুষের চোখে ক্লান্তি নেই
রোদে পুড়তে থাকা
পথশিশুগুলি চোখ বুজে বসে আছে।
বুকের ভেতর অসংখ্যা ব্যথা
আর না বলা কত কথা।
এই পৃথিবীতে কেউ নেই তার
তবু সূর্যের দিকে চোখ তুলে তাকাবার;
নেই সাহস।
শুধুমাত্র অপেক্ষা শীতল বৃষ্টির।