অশোকের ফুল ফুটেছে ছায়াময় বনানীতে
নবীন আশ্রয়ের ডাক শুনেছি ধমনীতে;
রক্তিম আশ্রয়।
অক্ষরের মৃদ্যু ধ্বনিতে
সত্যের দৃঢ় ছাউনিতে
রচিত এই সুশীতল আশ্রয়।
এখানে কোনো হাহাকার নেই
এখানে কোনো অন্যায় নেই;
এখানে জিতেন্দ্রিয় মানুষেরা,
আর সত্যের পরম্পরা
ঘিরে আছে একটি পবিত্র বন্ধনের মতো।