সাত্ত্বিক ভূলে ছাড় দিয়েছি
সহোদর আজ আসেনি
কোলাহল চিরে, মেন্দীপাতায়
কখনও তারা ফাঁসেনি।
বহু কষ্টের মদ্দ ছুঁয়ে,
স্নেহের তাবুত পেলাম
মনুষ্যেতর বহু ভাইকে,
একাই আস্ত খেলাম।
২.সেদিন ঘাবড়ে গেছিলাম।
এক ব্যক্তি বসে বসে
মাতঙ্গের মালা বানাচ্ছে,
কিছু উৎকট শাহবাজ হয়ে
আরও কিছুদিন পালাচ্ছে।
বনতিক্তের জ্বালা মিটে যায়
আসমান সাদা হলে
থু থু ফেলবার জায়গাটাও
তোমাদের কথা বলে।