মাইলের পর মাইল হাঁটছি
জানিনা কার জন্য খাটছি।
মুষড়ে যাওয়া বেদনার জন্য নয়,
কৈলাশ পর্বতের জন্যও নয়;
জনৈক শহিদের চোখের জন্য।
উনি মারা যাচ্ছিলেন।
কাঁধে করে নিয়ে আসা হয়েছে উনাকে,
পৃথিবী থেকে বহুদূর,শূন্য ঘর থেকে।
পানির জন্য তিনি ছটফটাচ্ছিলেন।
সবার উদ্দেশ্যে বলছিলেন,যাও ঐ ঘরে
যেখানে আলোর ঝাঁঝ পড়ে;
দুর্গের দুয়ার খুলে
সেখান থেকে পতাকাটি নিয়ে এসো,
''ন্যায়ের পতাকা''।
আমিই শেষ মানব।
আমার মৃত্যুর পর সেটা টানিয়ে দিও
বাংলার আসমান জুড়ে।