মানুষ দ্রুত জিনিসে বিশ্বাস করে
জ্বিন-ভূতের মাংস কিংবা
গ্রীলে পড়ে থাকা দাঁত;
আকছার ঐ মিছিলের ভাত
হয়তো সেখানেই রাতগুলো থাকে।
মিছিল থেকে যে ভাত আসে
তার গন্ধই আলাদা।
চলো ''শাত'' হই
না-বাচক হশন্তীগুলো
জড়িয়ে নেই
আমাদেরই অব-রক্তে।
''মিছিল থেকে যে ভাত আসে তার গন্ধই আলাদা''এটাই চুম্বক লাইন।