আমি যাই সবখানে
মসজিদে মন্দিরে
আলোক উজ্বল বার্তা হয়ে
আমি শান্ত হই,পাপীদের পরাজয়ে।
উদঘাটন করি জমে থাকা ফুলকি
আনি মজলুম-মুক্তি
করুণ চাহনী আর চাবুকের দাগ
করি ভুক্তি;
উপনীত এই রোদির সনে।
আমি যাই পদ্মা,মেঘনা,যমুনায়,
বর্ণাঢ্য উৎসবের র্যালি ধরে।
আমি রাস্তায় ঘরে ফেরা মানুষের
অপেক্ষা করি।
যেন ওরা নির্বিঘ্নে ফিরে আসে।
শত্রুরা বাঁচে আর কতদিন!
ক্ষমা পায়নি কোনোদিন।
যে প্রান্তেই থাকো আঁততায়ীর দল,
প্রত্যেক প্রান্তেই উঠবে প্রলপন;
সবুজ ধানক্ষেত পাড়ি দিয়ে আসবে
রুগ্ন স্বপ্ন,
তারপর হাসতে হাসতে মৃত্যুবরণ করবে
একটি বিজয় দেখে।