কান চেপে ধরে বসে আছে সবাই
মুহুর্মুহু বারুদের উত্থান
যুদ্ধে গিয়েছে দেখো বাংলার সন্তান।
এ যুদ্ধ নরপিশাচের বিরুদ্ধে
এ যুদ্ধ ঘাঁটি বেঁধে থাকা
চিরশত্রুর বিরুদ্ধে।
যারা গরীবের বুকে লাথি মেরে সুখ পায়
যারা মজলুমের স্বপ্নে আগুন ধরায়।
মাথা তুলবার সাহস দেয়না কভূ
মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে তবু,
কারা!
ঐ দেখো মৃত্যুধ্বনির সাথে লড়াকু যোদ্ধারা
বীরবেশে শত্রু ঘায়েল করে যারা।
আজ নেমেছি যুদ্ধে সমস্ত মৃত্যুধ্বনি পেরিয়ে
বিজয়ের ঐ দৃপ্ত স্লোগান আবারও পড়বে ছড়িয়ে।