বজ্রাঘাতে লুটিয়ে গেল বৃদ্ধ সীমানা প্রাচীর
একদিন না আসতেই দেখ মান কমেছে শশীর।
ভূমিষ্ঠ হয়েছে বীর
যে সুচতুর,তবু ধীর।
কাঁপায় প্রান্তর-মাঠ ঝাঁঝালো বাণীতে
পিছপা হয়না কভূ খোদার কানুন মানিতে।
দিকভ্রষ্ট মানব আর রক্তপিপাসু জাতি
নূর চমকানো শহিদের,উপাখ্যান হয়ে মাতি।
যবনিকাপাত নয়,
হোক সুদূরপ্রসারী,উদ্যম।
রাজদূত নিয়ে আসুক কবরের চিঠি
উর্ধ্ব জগতের প্রভূরা যাক ছুটি।
রেললাইনের ধারে থাকুক জানালার অপেক্ষা।
শিহরিত হোক মাটি
বিশ্বের মাঝে পরিচিত হোক
এ আমার দেশ খাঁটি।
এখানে বিদ্রোহীদের আবহমান ঘাঁটি,
অমর,অক্ষয়,অপরাজেয়।