অনেক কষ্টে গড়া এই মাটির ঘরখানি
ধীরে ধীরে একদিন ভেঙে যাবে জানি।
তবুও আঁকড়ে ধরে বেঁচে আছে ওরা
অভুক্ত পেট নিয়ে ঘুমায় যারা।
প্রভাতের আলো ছাড়া সমস্ত ঘরটা আঁধার
ওরা পরোয়া করেনা বাধার;
শুধু হাসি ফুটাতে চায় অভুক্ত শিশুগুলির মুখে।
ওরা দিনের পর দিন খাটে
ঘামঝরায় রৌদ্রতপ্ত মাঠে;
তবুও ক্লান্তি নেই
কেননা ক্ষুধার্ত শিশুগুলির হাসিটাই
তার সবচে বড় পাওয়া।

         ''মৃত্যু''
পাথরের গায়ে কিছু লিখা ছিল
ক্ষয়ে গেছে বৃষ্টির প্রবল দাপে
ক্ষুন্ন হয়েছি আজ নীতির সংলাপে।
যারা রক্ত নিয়ে খেলা করে
যারা মেরে ফেলে অংকুরে
ভয়ানক পথে ঠেলে দেয় প্রতিটি মানুষকে।
তাদের জন্য মৃত্যুর ছায়া অপেক্ষমান।
যারা ঘৃন্য করে তোলে সমাজটাকে
যারা মিথ্যার সাথে হাত রাখে;
তাদের বুকের উপর দিয়ে যাবে সত্যের মিছিল
বিদ্রোহীদের আঘাতে চিৎকার করে মরবে ওরা।